তথ্য সহায়তা কেন্দ্রঃ সম্ভাব্য প্রশ্ন ও উত্তর

বিবিএ প্রোগ্রামে ভর্তি হতে এসএসসি ও এইচএসসিতে কত জিপিএ প্রয়োজনঃ

এসএসসিঃ ৩.৫ (ন্যূনতম), এইচএসসিঃ ৩.২৫ (ন্যূনতম) এবং একত্রে মোট জিপিএ ৭ থাকতে হবে।

জিসিই ও-লেভেল এবং জিসিই এ-লেভেলে ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট যথাক্রমে ২.৫০ ৪ ২.০০ থাকতে হবে। এছাড়া, উভয় লেভেলের কোনো বিষয়ে ‘এফ’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

আমি মানবিক/ বিজ্ঞান থেকে পাস করেছি, আমি কি বিবিএতে আবেদন করতে পারব?

যেকোন বিভাগ থেকে ন্যূনতম জিপিএ নিয়ে পাস করা প্রার্থীই আবেদন করতে পারবেন।

বিবিএ প্রোগ্রামে কী কী বিষয় নিয়ে পড়া যায়?

Finance, Marketing, Human Resources Management, Management Information Systems, Accounting, Operations Management, Entrepreneurship and Supply Chain Management.

কিভাবে আবেদন করব?

স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবেঃ

আবেদন করতে লিংক-  https://aibasylhet.edu.bd/admission/  এ প্রবেশ করতে হবে। রেজিস্ট্রেশন করতে ওয়েবসাইটের ‘Apply Online’ পাতা থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সকল তথ্য  সঠিকভাবে পূরণ করে আবেদনকারীদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ ফি হিসেবে ১০০০ টাকা অনলাইন পেমেন্টের (SSL Commerz) মাধ্যমে জমা করতে হবে।

আবেদনকৃত যোগ্য প্রার্থীরা মোবাইলে যথাসময়ে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য লিংকসহ বার্তা পাবেন। উক্ত লিংকে ক্লিক করে আবেদনের আইডি নম্বর ও পাসওয়ার্ড লিখে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

Finance, Marketing, Human Resources Management, Management Information Systems, Accounting, Operations Management, Entrepreneurship and Supply Chain Management.

ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

 ৩টি বিষয়ের উপরে মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়গুলি হলোঃ ইংরেজি, গণিত ও সাধারণ বুদ্ধিমত্তা এবং সাধারণ জ্ঞান।

বিবিএ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

BBA Prog.:   2 Semesters , Spring and Fall of 6 months per year

          Total Duration : 4 Years, 8 Semesters

          Total Courses: 8 Sem x 5 Course = 40, Internship and Viva

          Total Credit : 42 x 3 = 126 Cr

          Fee structure:

Semester

Fees

Security

(Refundable)

Student

Activity

Total

Establishment

Admission

Tuition

Library

1st

25,000

25,000

40,000

1,000

5,000

2,000

98,000

2nd

35,000

40,000

1,000

2,000

78,000

3rd

35,000

40,000

1,000

2,000

78,000

4th

35,000

40,000

1,000

2,000

78,000

5th

35,000

40,000

1,000

2,000

78,000

6th

35,000

40,000

1,000

2,000

78,000

7th

40,000

1,000

2,000

43,000

8th

40,000

1,000

2,000

43,000

Total

2,00,000

25,000

3,20,000

8,000

5,000

16,000

5,74,000

বিবিএ প্রোগ্রামে মোট খরচ কতো?

৪ বছরের বিবিএ প্রোগ্রামে মোট খরচ হবে ৫ লক্ষ ৭৪ হাজার টাকা। গড়ে প্রতি বছরে সে হিসেবে খরচ পড়বে ১ লক্ষ ৪৩ হাজার টাকা।

পরীক্ষা কোন মাসে হতে পারে?

তারিখঃ ০৭ জুন, ২০২৪

এখানে কী হোস্টেল সুবিধা আছে?

জি, হোস্টেল সুবিধা আছে। ক্যাম্পাস থেকে হোস্টেলের দূরত্ব নিকটে।

ট্রান্সপোর্ট সুবিধা আছে?

জি, ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য বাস সার্ভিস আছে।

মেয়েদের জন্য থাকার ব্যবস্থা আছে?

মেয়েদের জন্য পৃথক হোস্টেল সুবিধা রয়েছে।

আপনাদের ক্যাম্পাস লোকেশন জানতে চাচ্ছি।

আর্মি আইবিএ, সিলেট  জালালাবাদ ক্যান্টনমেন্টে অবস্থিত যা সিলেট শহরের নিকটে। এছাড়াও স্থায়ী ক্যাম্পাসের কাজ চলমান রয়েছে।

এডমিশন ফি কত? প্রথম সেমিস্টারে কত দিতে হবে/ ভর্তির সময় মোট কত দিতে হবে?

এডমিশন ফি ২৫০০০ টাকা। এডমিশন ফি, সেমিস্টার ফি সহ প্রথম সেমিস্টারে মোট দিতে হবে ৯৮০০০ টাকা।

এপ্লাই করার সময় আমি পেমেন্ট করতে ভুলে গিয়েছি, এখন কি করতে পারব?

জি, আপনার এপ্লিকেশন আইডি ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন।

আপনাদের বিশ্ববিদ্যালয় কী পাবলিক নাকি প্রাইভেট?

আর্মি আইবিএ, সিলেট বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর অধিভুক্ত একটি ইন্সটিটিউট, যা বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি সুপারভিশনে পরিচালিত।

ভর্তি পরীক্ষা কোথায় হবে?

লিখিত পরীক্ষা দুইটি ভেন্যু , বিইউপি (মিরপুর ক্যান্টনমেন্ট ) এবং আর্মি আইবিএ সিলেট ক্যাম্পাসে একইদিনে, একই সময়ে অনুষ্ঠিত হবে। আবেদনের সময়ে প্রার্থীরা পছন্দমতো ভেন্যু সিলেকশন করতে পারবেন।

মৌখিক পরীক্ষা আর্মি আইবিএ সিলেট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।